সংক্ষিপ্ত বণনা:অত্র প্রতিষ্ঠান ফুলছড়ি উপজেলার একমাত্র নিভরযোগ্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ০২ (দুই) একর ৪২ শতাংশজমির উপর অবস্থিত। পযাপ্ত শ্রেণী কক্ষ, খেলার মাঠ, কম্পিউটার ল্যাব, পাঠাগার, খেলার সামগ্রী ইত্যাদি সুবিধা আছে। এর পূবমূখী একটি দ্বিতল ভবন আছে। অত্র বিদ্যালয়ে সহশিক্ষা কাযক্রম চালু রয়েছে।
ইতিহাস: ১৯৯৬ সালের পূবে অত্র এলাকায় কোন উচ্চ বিদ্যালয় না থাকায় অত্র এলাকারমরহুম আঃ গফুর, গফুল উদ্দিন সরকার, গফুর ইউপি চেয়ারম্যান , মরহুম ইজারত আলী মুন্সী, ইউপি সদস্য দূগা দত্ত পান্ডে, মরহুম নুরুল হোসেন সরকার, মরহুম আবুল কাশেম সরকার,মরহুম মমতাজুর রহমান সরকার প্রমূখব্যক্তিবগের উদ্যোগে ফুলছড়ি হাইস্কুল নামে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোঃ আনোয়ার হোসেন | 0 | monowar.p@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণিভিত্তিক):
শ্রেণী | ছাত্র-ছাত্রীর সংখ্যা | মোট | ||
ক- শাখা | খ- শাখা | গ- শাখা | ||
৬ষ্ঠ | ৬০ | ৮৫ | ৭৫ | ২২০ |
৭ম | ৫০ | ৫০ | ৪৪ | ১৪৪ |
৮ম | ৪০ | ৫৩ | ৩৪ | ১২৭ |