Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাখাসমূহ ও কার্যাবলী

 

 

 

 

সংস্থাপন শাখা

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসের শাখাসমূহ এবং

 

কার্যাবলী

 

 

 

কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতা

অডিট আপত্তি নিষ্পত্তি

পৌরকর/গ্যাস/বিদ্যুৎ/টেলিফোন বিল প্রদান

অফিস আনুষাংগিক ও অন্যান্য খরচের বিল প্রদান

উপজেলা পরিষদের আসবাবপত্র সংরক্ষণ

কর্মচারীদের সার্ভিস বহি

কর্মকর্তা/কর্মচারীদের ভ্রমণভাতা সংক্রান্ত

মাননীয় মন্ত্রী, এমপি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান

কর্মকর্তা/কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন/প্রতিবেদন

 

গোপনীয় শাখা

গার্ড ফাইল/সার্কুলার ফাইল

আইনশৃঙ্খলা, চোরাচারান ও মাদকদ্রব্য সংক্রান্ত

নারী ও শিশু নিযাতন

লবন কমিটির সভা

যাত্রা, সার্কাস/মেলা/ইটভাটা সংক্রান্ত

সরকারি নিলাম ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত

হাটবাজার/জলমহাল ও ফেরীঘাট ইজারা/উন্নয়ন

পুলিশ কর্তৃক গুলিবর্ষণ প্রতিবেদন

মোবাইল কোর্ট পরিচালনা

 

সাধারণ শাখা

সকল বিভাগীয় কাযক্রম

বার্ষিক উন্নয়ন তহবিল

সকল সভা সংক্রান্ত

সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত

আদিবাসী সংক্রান্ত

উপজেলা স্কাউট সংক্রান্ত

জেলা পরিষদের সকল বরাদ্দ

ফরমস এন্ড স্টেশনারী মালামাল সংক্রান্ত

ব্যবসা বাণিজ্য সংক্রান্ত

উর্ধ্বতন কর্তৃপক্ষের পরিদর্শন

সকল নিবাচন সংক্রান্ত

রাসায়নিক সার বিষয়ক

জ্বলানি তেল বিষয়ক

জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত

সকল প্রকার পদক সংক্রান্ত

হ্জ্জ সংক্রান্ত

এনজিও বিষয়ক

 

স্থানীয় সরকার শাখা

গ্রাম পুলিশদের বেতন ভাতা সংক্রান্ত

স্যানিটেশন বিষয়ক

গ্রাম পুলিশদের নিয়োগ সংক্রান্ত

জন্ম মৃত্যু রেজিষ্ট্রেশন বিষয়ক

ইউনিয়ন পরিষদের যাবতীয় নথি

জমি রেজিষ্ট্রেশনের ১% সংক্রান্ত

LGSP সংক্রান্ত

লটারি সংক্রান্ত

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বেতন ভাতা সংক্রান্ত

আদর্শ গ্রাম/আশ্রায়ন/আবাসন সংক্রান্ত

 

জেনারেল সার্টিফিকেট শাখা

সকল প্রকার সার্টিফিকেট মামলা পরিচালনা

সার্ভিস স্ট্যাম্প সংক্রান্ত

 

আইসিটি শাখা

ওয়েব পোর্টাল সংক্রান্তঃ                 মোঃ ফিরোজ কবির, উপজেলা টেকনিশিয়ান

UISC সংক্রান্তঃ                           মোঃ ফিরোজ কবির, উপজেলা টেকনিশিয়ান

উপজেলা/ইউপি আইটি সংক্রান্ত     মোঃ ফিরোজ কবির, উপজেলা টেকনিশিয়ান

   

 

ভূমি প্রশাসন শাখা

ভূমি সংক্রান্ত (ওয়াক্‌ফ দেবোত্তরসহ)

অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি বিষয়ক

অবৈধ দখলদার উচ্চেদ সংক্রান্ত

উর্ধ্বতন অফিসের সংগে ভূমি সংক্রান্ত যোগাযোগ

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কার্যাবলীর সার-সংক্ষেপঃ

 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগের পোষ্টাল ঠিকানাঃ

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

ফুলছড়ি, গাইবান্ধা।

 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যত্রুম ও সার্ভিস চার্টারঃ

(১) জনপ্রশাসন, (২) পাবলিক পরীক্ষা, সহানীয় ও জাতীয় নির্বাচন এবং উপজেলা পর্যায়ের সরকারি সকল বিভাগের মধ্যে সমন্বয় সাধন, (৩) মোবাইল কোর্ট পরিচালনা ও নন-রেভিনিউ খাতে জমাকৃত অর্থের হিসাব প্রেরণ,(৪) উপজেলা পর্যায়ের সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তদারকী ও সমন্বয়করণ, (৫) হাট-বাজার ও জলমহাল ইজারা প্রদান ও ইহা হতে প্রাপ্ত ইজারালব্ধ আয় বন্টন এবং সরকারী খাতের নির্ধারিত অংশ বিধি মোতাবেক ট্রেজারী চালান / চেকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা নিশ্চিতকরণ,  (৫) উপজেলা রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনা এবং তদারকিকরণ, (৬) সরকারী ও বে-সরকারি সংস্থা / এনজিওদের কার্যত্রুম সমন্বয় সাধন, (৭) জনস্বার্থ সংশ্লিষ্ট সকল কাজের সমন্বয়করণ। 

 

 উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারীগণের কার্যাবলীর সার-সংক্ষেপঃ

 

১। মোঃ জোবায়ের হোসেন চৌধুরী, উপ-প্রশাসনিক কর্মকর্তা

গার্ড ফাইল, নথি সূচি, মাষ্টার রেজি: ব্যবস্থাপনা ও সংরক্ষণ, বিভিন্ন স্মারক লিপি সংক্রান্ত, কর্মকর্তা / কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন, জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাগণের পরিদর্শন, মাসিক ও পাক্ষিক গোপনীয় প্রতিবেদন প্রেরণ, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা সংক্রান্ত, উপজেলা স্কাউটস ও রোভার স্কাউটস সংক্রান্ত, উপজেলা ভূমি অফিস, পুলিশ বিভাগসহ সকল বিভাগীয় অফিস সংক্রান্ত, আবাসন প্রকল্প, আদর্শগ্রাম, আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছ গ্রাম বিষয়ক, উপজেলা পরিষদের সভাসহ অন্যান্য সভাসমূহ, বিভিন্ন পাবলিক পরীক্ষা বিষয়ক, যৌন নিপীরন প্রতিরোধ, এসিড ও মাদকদ্রব্য প্রতিরোধ বিষয়ক, জেলা ও উপজেলা ক্রিড়া সংক্রান্ত বিষয়ক, মানসম্মত শিক্ষা বিস্তার সংক্রান্ত, গাইবান্ধা ফাউন্ডেশন, মহিলা ও শিশু বিষয়ক, ইসলামিক ফাউন্ডেশনসহ পবিত্র হজ্ব ব্রত পালন বিষয়ক, সি,এল,পি বিষয়ক, টি.সি.বি ডিলার নিয়োগ সংক্রান্ত, বিভিন্ন অফিযোগ তদন্ত বিষয়ক, অফিসের কার্য বণ্টন বিষয়ক, সিডিউল বিক্রয়, উপজেলা কমপ্লেক্স মসজিদ বিষয়ক, বিভিন্ন মসজিদ, ঈমাম-মুয়াজ্জ্বিন কল্যাণ ট্রাস্ট বিষয়ক, ন্যাশনাল সার্ভিস সংক্রান্ত এছাড়ও উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব।

২। মোঃ জোবায়ের হোসেন চৌধুরী, উপ-প্রশাসনিক কর্মকর্তা

উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন সংক্রান্ত, উপজেলা আইন শৃংখলা ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক, সড়ক নিরাপত্তা, সড়ক নিরাপত্তা কমিটি ও কার্যক্রম বিষয়ক, জেলা ও উপজেলা শিল্প কলা একাডেমি, গণপরিবহণ ও শ্রমিক সংগঠন বিষয়ক, উপজেলা পন্য বিপনন ও মনিটরিং কমিটি, উপজেলা পাঠাগার বিষয়ক, ফুলছড়ি উপজেলা অফিসার্স ক্লাব বিষয়ক, সরকারি কর্মচারীর ছেলে/মেয়েদের খেলাধুলা বিষয়ক, গ্রন্থাগার ও যাদুঘর বিষয়ক নথি, উপজেলা প্রফাই / ওয়েব সাইট সংক্রান্ত, এ,টু,আই প্রোগ্রাম বিষয়ক এছাড়াও উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব।

৩। মোঃ সৈয়দ আসাদুজ্জামান,  উপ-প্রশাসনিক কর্মকর্তা

জনপ্রশাসান সংক্রান্ত (সংস্থাপন), কর্মকর্তা ও কর্মচারীগণের ব্যক্তিগত নথি সংক্রান্ত, যাবতীয় বিল সংক্রান্ত, কম্পিউটার, ফ্যাক্স, ইন্টারনেট, ডুপ্লিকেটিং মেশিন ও টাইপ রাইটার মেশিন মেরামত সংক্রান্ত, অডিট আপত্তি ও নিস্পত্তি সংক্রান্ত, কর্মচারীর হাজিরা বহি ও নৈমিত্তিক ছুটির রেজি: বিষয়ক, পেনশন,  গ্র্যাচুইটি ইত্যাদি বিষয়ক, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস, ধর্মীয় ও সামাজিক উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান/ উৎসব সংক্রান্ত, প্রটোকল বিষয়ক, জীপ গাড়ি সংক্রান্ত, যাত্রা, নাটক, মেলা ও সিনেমা হল এবং ইট ভাটা সংক্রান্ত, বিভিন্ন লাইসেন্স ও এনওসি সংক্রান্ত, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)  ও ইউপি সচিব বিষয়ক, ইউপি চেয়ারম্যান/সদস্য/সদস্যাগণের সম্মানী ভাতা এবং গ্রাম পুলিশগণের বেতন ভাতা বিতরণ সংক্রান্ত, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১% বিষয়ক, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র সংক্রান্ত, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) বিষয়ক, উপজেলা পরিষদ রাজস্ব আয়-ব্যয়সহ বাসা বাড়ী ও ডর্মিটরি, হলরুম ও সভা কক্ষ বরাদ্দ বিষয়ক, হাট বাজার ইজারা এবং হাট বাজার ইজারার আয় হতে সুনির্দিষ্ট হাট-বাজার উন্নয়ন (১৫%) এবং উপজেলার হাট বাজার উন্নয়ন তহবিল (১০%) রক্ষনা বেক্ষণ ও প্রকল্প গ্রহণ বিষয়ক, উপজেলা পরিষদের জায়গা/জমি, সাইকেল ও মটর সাইকেল গ্যারেজ, আম বাগান, গাছপালা ও পুকুর ইত্যাদি সংক্রান্ত, স্থানীয় ও জাতীয় পর্যায়ের নির্বাচন বিষয়ক, বিদ্যুৎ/পল্লী বিদ্যুৎ বিষয়ক, ভ্রাম্যমান আদালত বিষয়ক, উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত দায়িত্ব।

৪। মোঃ আতিকুর রহমান অফিস সহকারি:

অফিসের যাবতীয় চিঠিপত্র গ্রহণ, নিবন্ধন ও প্রেরণ সংক্রান্ত, বিভিন্ন এনজিও বিষয়ক এবং এনজিও সভা সংক্রান্ত, উপজেলা কৃষি অফিস এবং বিভিন্ন শ্বায়ত্ব-শাসিত, আধা-সরকারি অফিস বিষয়ক, সেচ, ডিজেল ও রাসায়নিক সার মনিটরিং ও রিপোর্ট বিষয়ক, শিশু একডেমি বিষয়ক, জেলা পরিষদ বিষয়ক, পানি উন্নয়ন বোর্ড ও বণ্যা সংক্রান্ত, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, পরিবেশ ও বণ উন্নয়ন বিষয়ক, বিভিন্ন ক্লাব ও বে-সরকারি প্রতিষ্ঠান বিষয়ক, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় বিষয়ক, জলমহাল, খেয়াঘাট/ফেরিঘাট বিষয়ক, ওয়াকফ স্টেট বিষয়ক, ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস, মিস কেস সংক্রান্ত, বিভিন্ন সরকারি/বে-সরকারি সংস্থার অনুদান বিষয়ক, আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস এছাড়ও উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত দায়িত্ব।

৫। মোঃ হামিদুল ইসলামঃ অফিস সহকারিঃ

জেনারেল সার্টিফিকেট মকর্দ্দমা বিষয়ক, বিভিন্ন সরকারি মামলা/মোকর্দ্দমা বিষয়ক, উপজেলা কৃষি ঋণ কমিটি সংক্রান্ত, কৃষি পূণর্বাসন সংক্রান্ত, দারিদ্র বিমোচন বিষয়ক, সেনা বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ বাহিনী ও অন্যান্য সংস্থার জনবল নিয়োগ সংক্রান্ত, গ্রাম আদালত বিষয়ক নথি, জন শুনানি দিবস (পাবলিক হেয়ারিং ডে) বিষয়ক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিষয়ক, সরকারি/বে-সরকারি কনভেনশন সেন্টার বিষয়ক, উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত দায়িত্ব।