টি, আই, এম নুরুন্নবী চৌধুরী: ১৮৮৫ সালের ৭ই ফেব্রুয়ারী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চন্দিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে নুরুন্নবী চৌধুরী জন্মগ্রহণ করেন। তাঁর পিতা নিয়ামত উল্লাহ চৌধুরী জমিদারী আমলের একজন বড় জোতদার। তিনি গাইবান্ধা সরকারি বালক বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে অনার্সসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ১৯১৯ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন এবং বিলেতে প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯২১ সাল থেকে তার কর্মজীবন শুরু হয়। বৃটিশ আমলে উপমহাদেশের বিভিন্ন স্থানে ডেপুটি ম্যাজিষ্ট্রেট, মহকুমা প্রশাসক ও জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তান আমলে বিভাগীয় কমিশনার, পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব এবং সর্বশেষে তিনি রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।
এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া : তিনি সাঘাটা উপজেলায় জন্ম গ্রহণ করেন। এবং সাঘাট ও ফুলছড়ি-৫ নির্বাচনি এলাকায় তিনি পরপর কয়েকবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS